বৃহস্পতিবার, ১০ Jul ২০২৫, ১১:৫২ অপরাহ্ন
হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ র্দূনীতি, মাদক, নির্যাতন নিয়ন্তনই থানা পুলিশের লক্ষ্য,পারিবারিক নির্যাতন বন্ধে থানা পুলিশের সহযোগিতা নিন, নারী বন্ধব পুলিশের সহযোগিতায় এগিয়ে আসুন,যৌতুক কে না বলি বাল্য বিবাহ রোধ করি বিভিন্ন শ্লোগান নিয়ে পটুয়াখালীতে স্টপ, জেন্ডার বেইজ ভাওয়ালেন্স প্রকল্পের পুলিশ কমিউনিটি সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে আজ।
অদ্য ১৫ ডিসেম্বর রোজসোমবার সকাল ১০ ঘটিকার সময় জেলা সদর থানা প্রাঙ্গণে পটুয়াখালী থানার আয়োজনে এবং ইউএনএফপিএ বাংলাদেশ এর সহযোগিতায় কমিউনিটি সচেতনতা সভার আয়োজন করা হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী পুলিশ সুপার প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মাহাফুজুর রহমান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ আক্তার মোর্শেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার সদর সার্কেল মুকিত হাসান,এবং প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, ইউএনএফপিএ বাংলাদেশ প্রতিনিধি শামিউল আলম । কমিউনিটি সচেতনতা সভায় বাংলাদেশ পুলিশ পটুয়াখালী জেলার সদস্যগণ।
এছাড়াও উপস্থিত ছিলেন,সোহানা হোসেন মিকি পৌর মহিলা আওয়ামী লীগ সভানেএী, মোসা, সেলিনা আকতার সহকারী অধ্যাক্ষ উদ্ভিদ বিঞ্জান পটুয়াখালী সরকারী কলেজ,মাওলানা এ,কেএম, লোকমান সভাপতি পটুয়াখালী জেলা কাজী সমিতি,মাহামুদা লাইজু,ইসরাত জাহান রুনা লায়লা সাব ইন্সপেক্টর পটুয়াখালী সদর,ও মো,হুমায়ুন কবির চোয়ারম্যান, ইমাম, কাজী আইনজীবী ,জন প্রতিনিধি, বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি ,স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।