মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন
বরিশালে স্মার্ট ফায়ার আমস লাইসেন্স ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে আগ্নেয়াস্ত্রের স্মার্ট লাইসেন্স কার্ড বিতরণ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল ড. অমিতাভ সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা মাজিস্ট্রেট বরিশাল রাজিব আহমেদ, বীর প্রতীক কে এস এম মহিউদ্দিন মানিক, সাংবাদিক ও সাংস্কৃতিজন এস এম ইকবাল, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক শহীদ আবদুর রব সেরনিয়াবাত প্রেসক্লাব বরিশাল এসএম জাকিরসহ বিভিন্ন সুধীজন উপস্থিত ছিলেন।
শুরুতে অতিথিরা স্মার্ট ফায়ার আমস লাইসেন্স ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে আগ্নেয়াস্ত্রের স্মার্ট লাইসেন্স এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে আগ্নেয়াস্ত্রের স্মার্ট লাইসেন্স বিতরণ করা হয়।