শনিবার, ১৯ Jul ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে অসাধু ব্যবসায়ীর কবলে বিলুপ্ত হচ্ছে দেশি প্রজাতির মাছ চাঁদাবাজির টাকা নয় সৎ পথে উপার্জিত অর্থ দান করলেন মেজবাহ উদ্দিন ফরহাদ কলাপাড়ায় ক্ষতিকারক সামাজিক রীতিনীতিকে চ্যালেঞ্জ জানাতে সম্প্রদায় বিষয়ক সংলাপ বৃষ্টি উপেক্ষা করে কলাপাড়ায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতা ইউএনওর বদলির খবরে কুয়াকাটায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল কলাপাড়ায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলাম এর পঞ্চম মৃত্যু বাষিকী পালিত বরিশালে দিনে দুপুরে বাসা থেকে মোটরসাইকেল চুরি কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত কলাপাড়ায় শিক্ষকের বাড়িতে ডাকাতি।।১৩ ভরি স্বর্ণালঙ্কার ৫০ হাজার টাকা লুট বরিশালে ছাত্রদলের বিক্ষোভ মিছিল কুয়াকাটায় মাধ্যমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন।। নতুন সাইনবোর্ড পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হলেন কলাপাড়া থানার রাসেল খান ব‌রিশা‌লে সাংবা‌দি‌কের বিরু‌দ্ধে বিএন‌পি নেত্রীর মামলার প্রতিবা‌দে মানববন্ধন ব‌রিশা‌লে সড়‌কে বৃক্ষ রোপন ক‌রে বি‌ক্ষোভ ব‌রিশা‌লে প‌লি‌টেক‌নিক শিক্ষার্থী‌দের বিক্ষোভ
বরিশালে ১০ অভিযোগের তিনটিই পুলিশের বিরুদ্ধে

বরিশালে ১০ অভিযোগের তিনটিই পুলিশের বিরুদ্ধে

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ৬টি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষ থেকে রিটার্নিং অফিসারের কাছে বেশকিছু অভিযোগ দেওয়া হয়েছে। যার মধ্যে সুনির্দ্দিস্ট ১০টি অভিযোগ তদন্তের জন্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী তদন্ত কমিটি ও পুলিশ প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রচারণার মাঝামাঝি সময় থেকে বরিশাল জেলার ৬টি আসন থেকে আচারবিধি লঙ্ঘন সংক্রান্ত বেশকিছু অভিযোগ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসেছে। যারমধ্যে কিছু অভিযোগের সূত্র ধরে প্রার্থীসহ সংশ্লিষ্টদের কারণ দর্শাতে বলা হয়েছে।  

তবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা পড়া সুনির্দ্দিস্ট ১০টি অভিযোগের মধ্যে বেশিরভাগ অভিযোগই বিএনপি বা ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। যেখানে আচরণ বিধি লঙ্ঘন, হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগের কথা তুলে ধরা হয়েছে ।  

অভিযোগগুলোর মধ্যে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ সদস্য পংকজ নাথের বিরুদ্ধে রয়েছে ২টি। যার একটি করেছেন বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবা উদ্দিন ফরহাদ ও অপরটি করেছেন ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকের প্রার্থী জে এম নুরুর রহমান। 

এছাড়া বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে সিংহ মার্কার স্বতন্ত্র প্রার্থী আলী তালুকদারের পক্ষ থেকে সরাসরি সংসদ সদস্য নাসরিন জাহান রত্না ও তার স্বামী রুহুল আমিন হাওলাদারসহ সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। অপরদিকে স্বতন্ত্র এ প্রার্থীর দেওয়া অপর অভিযোগটি সরাসরি বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে।

এছাড়া পুলিশের বিরুদ্ধে আরো ২টি অভিযোগ দেওয়া হয়েছে রিটার্নিং কর্মকর্তার কাছে। যে দু’টি অভিযোগই বরিশাল-৫ (সদর) আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মজিবর রহমান সরওয়ারের পক্ষে তার নির্বাচনী আচরবিধি সর্ম্পকিত কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মহসিন মন্টু কর্তৃক দেওয়া হয়েছে। অভিযোগে তিনি পুলিশের বিরুদ্ধে নির্বাচনে অসমতল ক্ষেত্র প্রস্তুত, নির্বাচনী প্রচারণা সভায় বাধা দেওয়াসহ আচারবিধি লঙ্ঘনের কথা উল্লেখ করেছেন। এছাড়া অ্যাডভোকেট মহসিন মন্টু আওয়ামী লীগ নেতাদের বিরুদ্বে আরো দু’টি লিখিত অভিযোগ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তার কাছে।

অপরদিকে বরিশাল-৫ (সদর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী পক্ষে নির্বাচন পরিচলনা কমিটির সদস্য সচিব মুহাম্মাদ জাকারিয়া হামিদী এবং বরিশাল-৬ আসনের প্রার্থী ওসমান হোসেনের পক্ষে তার প্রতিনিধি নির্বাচনী প্রচারণায় হামলা ভাঙচুর ও মারধরের অভিযোগ করেছেন।  

বরিশালের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক অজিয়ার রহমান জানান, প্রার্থীদের কাছ থেকে যখন যে অভিযোগ পাওয়া গেছে, তা তখনই খতিয়ে দেখা হয়েছে। আর সুনির্দ্দিস্ট ১০টি অভিযোগের তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন তদন্ত কমিটি চেয়ারম্যানসহ মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও জেলা পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে।  

এদিকে সবশেষ গত সোমবার আরো ৩টি লিখিত অভিযোগ পেয়েছেন রিটার্নিং অফিসার। যারমধ্যে একটি বরিশাল-৫ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষ থেকে ও অপর দু’টি বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের ধানের শীষ প্রতীকের পক্ষ থেকে দেওয়া হয়েছে। যেগুলো বিষয়েও বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া প্রক্রিয়া চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD