মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৫:২০ অপরাহ্ন
হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার সদর থানাধীন পশ্চিম আউলিয়াপুর এলাকা হতে ০১ (এক) জন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৮, পটুয়াখালী ক্যাম্প। গ্রেফতারকৃত আসামী হলো মোঃ সুমন হাওলাদার (২৫), পিতা- মোঃ ইউনুছ হাওলাদার, সাং- আউলিয়াপুর, থানা-সদর, জেলা-পটুয়াখালী। আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আসামী স্বীকার করে পেশায় সে একজন ট্রাক চালক হলেও ইয়াবাই তার প্রকৃত ব্যবসা। উক্ত আসামীর নিকট হতে ২৭৮ (দুই শত আটাত্তর) পিচ কথিত ইয়াবা উদ্ধার করা হয়। এলাকায় দীর্ঘ দির যাবত কথিত ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে। উক্ত অভিযানে নেতৃত্বদেন র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক জনাব মোঃ রবিউল ইসলাম।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে র্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন বলে জানাযায়।
এব্যপারে পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী মোঃ রবিউল ইসলাম জানায়, প্রতিদিনের ন্যায় আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতে ও অব্যহত থাকবে বলে জানান তিনি।