মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন
হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ বরগুনা জেলার আমতলী থানা হতে ওয়ারেন্টভুক্ত আসামী র্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) কর্তৃক গ্রেফতার।
র্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল
০৩/১২/২০২০ইং তারিখে বরগুনা জেলার আমতলী থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে আনুমানিক ১১:৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরগুনা জেলার আমতলী থানাধীন শাখারিয়া এলাকায় বরগুনা জেলার আমতলী থানার নন- জিআর
নং- ১৭৫/১৬ (আম) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী অবস্থান করছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল সহকারী পরিচালক জনাব মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে আনুমানিক ১৩:৫০ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ঘেরাও পূর্বক ১ জন ব্যক্তিকে গ্রেফতার করেন।
জানাযায়, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তারা তাদের নাম মোঃ আবুল হোসেন প্যাদা(৫৫). পিতা-মৃত জয়নাল প্যাদা সাং-শাখারিয়া থানা-আমতলী, জেলা-বরগুনা বলে জানায়।
গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, তারা রবগুনা জেলার আমতলী থানার নন-জিআ নং- ১৭৫/১৬ (আম) মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। গ্রেফতারকৃত আসামীকে বরগুনা জেলার আমতলী থানার নন-জিআ নং- ১৭৫/১৬ (আম) মূলে হস্তান্তর করা হয়।
এব্যপারে পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী মোঃ রবিউল ইসলাম জানায়, প্রতিদিনের ন্যায় আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতে ও অব্যহত থাকবে বলে জানান তিনি।