মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০২:১৯ অপরাহ্ন
আজ ৩ ডিসেম্বর সকাল ১১ টয় জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি বরিশালের আয়োজনে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় স্থাপিত ১০টি শিশু বিকাশ কেন্দ্রের জন্য সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বরিশাল মোঃ মোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল তৌহিদুজ্জামান পাভেল, সাংস্কৃতি জন এসএম ইকবাল, উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল আল-মামুন তালুকদার, শিক্ষাবিদ প্রফেসর শাহ সাজেদা, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, প্রধান শিক্ষক বরিশাল সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাহবুবা হোসেন, সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিশু ও অভিভাবকবৃন্দ। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে বরিশালের জেলা প্রশাসন কতৃক সহায়ক উপকরণ সিলিং ফ্যান, লাইট, চেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।