রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১০:০৫ অপরাহ্ন
ক্রাইমসিন২৪ ডেস্ক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামীর ২৫ প্রার্থী রয়েছেন। তাদের নির্বাচনে অংশগ্রহণ নির্বাচন কমিশন বহাল রেখেছে। তবে তা বাতিল চেয়ে নির্বাচন কমিশনের চার ব্যক্তির আবেদন না মঞ্জুরের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়েছে।
আজ বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে আবেদনটি উপস্থাপন করা হয়। আগামীকালের কার্যতালিকায় তা রাখা হয়েছে বলে জানা গেছে।
আদালতে আবেদনটি উপস্থাপন করেন ব্যারিস্টার তানিয়া আমির।
এর আগে গত রবিবার বৈঠক জামায়াতের ২৫ নেতার প্রার্থিতা বাতিলের বিষয়ে কোনো আইনগত কোনো সুযোগ নেই বলে সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশন জামায়াতের নিবন্ধন বাতিল করলেও তাদের ২৫ নেতা এবারের ভোটে অংশ নিচ্ছেন বলে জানা যায়। এদের মধ্যে ২২ জন বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে এবং বাকি ৩ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।