সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৫:২৬ অপরাহ্ন
ক্রাইমসিন২৪ ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবে বাসচাপায় আল আমিন সিয়াম (১৩) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা পৌণে ছয়টায় উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম উপজেলার শ্রীনগর ইউনিয়নের তেয়ারিচর গ্রামের ব্যবসায়ী ইকবাল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, কয়েক দিন আগে কিশোর আল আমিন সিয়াম তার নানা বাড়ি মিরারচরে বেড়াতে এসেছিল। সে কালিকাপ্রসাদ আওয়ামী আওয়ামী লীগ প্রার্থী নাজমুল হাসান পাপনের নির্বাচনী পথসভায় যায়। পথসভা শেষে বাড়ি ফেরার পথে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে একটি বাসের চাপায় ঘটনাস্থলেই কিশোর সিয়াম নিহত হয়।
ভৈরব হাইওয়ে থানার ওসি তরিকুল ইসলাম এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।