সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন
মোয়াজ্জেম হোসেন, নিজস্ব প্রতিনিধি।। “ তারুন্যে যারা অকুতোভয়, তারাই আনবে সূর্যোদয় ” শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর নতুন বাজারস্থ স্থানীয় বিএনপি দলীয় কার্যালয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯৭৯ সালের ২৭ অক্টোবর প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা, দোয়া অনুষ্ঠান ও কেক কাটার মধ্যে দিয়ে পালিত হয়।
উপজেলা যুবদলের সাধারন সম্পাদক মো: হারুনর রশিদের সঞ্চালনায় গাজী মো: আক্কাসের সভাপতিত্বে যুৃবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক হাজী হুমায়ুন সিকদার, উপজেলা বিএনপি’র যুগ্ন-সাধারন সম্পাদক গাজী মো: ফারুক, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক বিশ্বাস সফিকুর রহমান টুলু, এছাড়া আরো উপস্থিত ছিলেন মিঠাগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সভাপতি খন্দকার মনিবর রহমান, উপজেলা বিএনপি’র যুগ্ন-সম্পাদক মো: মুসা তাওহীদ নান্নুৃ মুন্সী, উপজেলা বিএনপি’র যুগ্ন-সম্পাদক এ্যাডভোকেট মো: শাজাহান পারভেজ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জুয়েল সিকদার, বালিয়াতলী ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মো: মজিবর রহমান, যুবদল নেতা মো: শামীম, রাসেল কবির মুরাদ, গাউস মাতুব্বর, কামরুজ্জামান কাজল তালুকদার, মামুন সিকদার, ফোরকান তালুকদার, এ্যাডভোকেট আবুল হোসেন, লিটু বিশ্বাস, সজল বিশ্বাস, মিন্টু মোল্লা, সাবেক জিএস মোস্তাফিজুর রহমানসহ যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল, শ্রমিকদল, কৃষকদলের নেতা-কর্মী ও গনমাধ্যম কর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সদ্য প্রয়াত কলাপাড়া পৌর বিএনপি’র সভাপতি উপাধ্যাক্ষ নুর বাহাদুর তালুকদার, ধুলাস্বর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক চেয়ারম্যান খালেকুজ্জামান জামান খলিফা ও সারাদেশে বিএনপি নেতা-কর্মীদের মৃত্যুতে তাদের আত্মা ও রুহের মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদাজিয়া ও সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্যের জন্য দোয়া কামনা করেন । বক্তারা প্রশাসনকে সারাদেশে নারী-নির্যাতন ও ধর্ষকদের শাস্তির দাবি নিশ্চিত করার আহ্বান জানান। সবশেষে কেন্দ্রীয় বিএনপি’র প্রুিশক্ষন বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপি’র সংগ্রামী সভাপতি এ বি এম মোশাররফ হোসেনের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
সভা শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন নতুন বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো: আনিসুল হক।