বুধবার, ০৯ Jul ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন
মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় নুতন রুপে অনাড়ম্বর পরিবেশে শুভ উদ্বোধন হলো সিমবেলী শপমল নামের পোশাক প্রতিষ্ঠানের।
রবিবার (১৮ অক্টোবর) কলাপাড়া পৌর শহরের প্রানকেন্দ্রে অবস্থিত সিমবেলী শপমলের শোরুমে আসর নামাজ শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্ভোধন হয়। এ সময় কলাপাড়া পৌর শহরের ব্যাবসায়ীগণ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং মিডিয়াকর্মীগণ উপস্থিত ছিলেন।
সিমবেলী শমমলের স্বত্বাধিকারী জহিরুল ইসলাম(বাবু) বলেন, সকলের দোয়ায় নিজস্ব প্রতিষ্ঠানে নুতন করে শুরু করেছি বিভিন্ন পোশাকের সমারোহ সহ এই প্রতিষ্ঠানের নুতন আকর্ষণ বিবাহের শাড়ী এবং সকল ধরনের লেডিস আইটেম। তিনি সকলের কাছে প্রতিষ্ঠানটির মঙ্গলের জন্য দোয়া চেয়েছেন।