শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১০:১৬ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪ : বরিশাল নগরের প্যারারা রোড ও এয়ারপোর্টের সীমানা প্রাচীর সংলগ্ন এলাকা থেকে ৫৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পাশাপাশি এ ঘটনায় মোঃ দেলোয়ার হোসেন (৩৮) নামে একজনকে আটক করা হয়েছে। আটক দেলোয়ার হোসেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানাধীন এলাকার মৃত শাজাহান মীরের ছেলে। সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কর্তৃক প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।