সোমবার, ১৯ মে ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন
মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় পটুয়াখালীর কলাপাড়ায় তিন জেলেকে ইলিশসহ আটক করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। বুধবার সকালে কুয়াকাটা সংলগ্ন গঙ্গামতি সাগর মোহনা থেকে তাদের আটক করা হয়। পরে আটককৃতদের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডলের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে প্রত্যোক পাঁচ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জব্দ করা মাছ দুই এতিমখানায় বিতরণ করা হয়েছে।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির এস আই মো.কামরুল জানান, সাগরে মাছ ধরা অবস্থায় জেলে ফেরদৌস ফরাজী, মো.সোহাগ খলিফা, মো. সাইফুল ইসলামকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ কেজি ইলিশ উদ্ধার করা হয়।