শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন
ক্রাইমসিন২৪ ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচনের আগে হঠাৎ করেই সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যান জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এরপর তিনি কবে দেশে ফিরবেন সে বিষয় নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে।
জাতীয় পার্টির পক্ষ থেকে রবিবার জানানো হয় আজ সোমবার এরশাদ দেশে ফিরবেন। পরে জানা যায়, তিনি আজকে নয় আরো পরে ফিরবেন। বিষয়টি নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি।
গতকাল রবিবার সন্ধ্যায় এক বিবৃতিতে তার উপ প্রেসসচিব খন্দকার দেলোয়ার জালালী এবং জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান জানিয়েছিলেন, সোমবার রাতে দেশে ফিরবেন এরশাদ। এর পরে এক বিবৃতিতে তিনি অবশ্য বলেন সোমবার দেশে ফিরছেন না তিনি। এ বিষয়ে তথ্য পরবর্তীতে জানানো হবে।
৮৮ বছর বয়সী এরশাদের শারীরিক অবস্থা নিয়েও জাতীয় পার্টির নেতাদের কেউও মুখ খুলছেন না। ফলে তিনি কবে দেশে ফিরতে পারেন সে সম্পর্কেও কোনো ধারণা নেই জাতীয় পার্টির কারো।