শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় নদীর বুকে রঙিন নৌবহর প্রদর্শনী ও সচেতনতামূলক প্রতিবাদ বস্তা খুলতেই ৫০ কেজি ওজনের বিরল প্রজাতির একটি কচ্ছপ’ বরিশালে ছাত্রদলের মিষ্টি বিতরণ, আনন্দ র‌্যালি শেখ হাসিনার মৃত্যুদণ্ডে খুশি জুলাই গণঅভ্যুত্থানে নিহত তিন পরিবার কলাপাড়ায় গৃহবধুকে জ/বাই করে হ/ত্যা বরিশালে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে “নো প্রমোশন, নো ওয়ার্ক” কর্মসূচি পালন করেছে শিক্ষকরা বরিশালে ৩১ দফা দাবিতে ও ধানের শীষের প্রচারণায় আবু নাসের রহমাতুল্লাহ কলাপাড়া উপজেলা শিক্ষক কর্মচারী লিমিটেড’র ২১ তম বার্ষিক সাধারণ সভা বরিশালে অপসো স্যালাইন চাকুরীচ্যুত কর্মীদের মহাসড়ক অবরোধ কলাপাড়ায় পায়রা বন্দর কর্তৃক ভূমিহীন ১৩৬ পরিবারের পুনর্বাসন এবং ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃক হয়রানির প্রতিবাদে মানববন্ধন গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক-২০২৫” উপলক্ষ্যে র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা আশ্রয়ন প্রকল্পের ২ শতাংশের পরিবর্তে জালিয়াতির মাধ্যমে ২ একর জমির দলিল,  আটক-১ গলাচিপায় মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়ে বিএনপি সভাপতির সংবাদ সম্মেলন বরিশালে আভাসের তিন দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা সর্ম্পন্ন উপকূলের শিশুদের দুর্যোগের আগাম পূর্বাভাসভিত্তিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে মেট ক্লাব উদ্বোধন
পটুয়াখালীতে দ্রুত বিচার আইনে মামলা দায়ের ভাড়াটিয়া ঘরে সন্ত্রাসীদের হামলায় আহত ০১!

পটুয়াখালীতে দ্রুত বিচার আইনে মামলা দায়ের ভাড়াটিয়া ঘরে সন্ত্রাসীদের হামলায় আহত ০১!

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীতে ভাড়াটিয়ার বসত ঘরে সন্ত্রাসীদের হামলায় নব্যপ্রসূতি নাসরিন সুলতানা (২২) নামে একজনে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ।

উক্ত ঘটনায় পটুয়াখালী বিজ্ঞ আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আদালতে মামলা দায়ের করা হয়েছে।

মামলার সূত্রে ঘটনার বিবরনে যানাযায়, মামলার বাদী মোঃ নজরুল ইসলাম (৫৫) দীর্ঘ দিন যাবত পটুয়াখালী পৌরসভার ০৮ নং ওয়ার্ডের কলাতলা সড়কের ৩য় লেনে মরহুম চেরাগ আলী আকনের ছেলে মোঃ আলিম আকন (৫২) রের্কডীয় সম্পতি জে.এল নং- ৩৮ মৌজা- কালিকাপুর, খতিয়ান-২২৫৩ এর ৩২৯৩ দাগের ২০১ হোল্ডিং এর টিনসেট ঘরে গত ০১-০৫-২০১৫ ইং তারিখ হইতে ৬ বছরের ঘর ভাড়া সম্পাদিত চুক্তিতে বাস করে আসছেন। মামলার আসামী পক্ষ মোঃ আঃ সোবাহান মজনু (৪৫) এবং মোঃ শামসুল হক (৫০) বাদীর বসত ঘর নিজেদের দাবী করিয়া জোর পূর্বক উচ্ছেদ করার জন্য দির্ঘ দিন যাবত বিভিন্ন ভাবে হয়ারানি ও হুমকী প্রদান করে আসছে।

উক্ত ঘটনার বরাত দিয়ে স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশে অনিচ্ছুক,বলেন,তারা পূর্বের ন্যায় এ ধরনের অনৈতিক কর্মকান্ড করেছে এদের উপযুক্ত সাস্তী দাবী জানায় স্থানীয় জনসাধারণ।

এব্যপারে বাদী হয়ে মোঃ নজরুল ইসলাম গত ০৯-০৮-২০২০ ইং তারিখে পটুয়াখালী বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানী ১৯৮/২০২০ মোকাদ্দমা আনায়ন করেন যাহা বর্তমানে চলমান। উক্ত দেওয়ানী মামলার কারনে আসামী দয় ক্ষিপ্ত হইয়া ৮/১০ জন সন্ত্রাসীদের নিয়া দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হইয়া বেআইনী ভাবে গত ০১-১০-২০২০ ইং তারিখে সকাল ৮ টার সময় অতকর্ত ভাবে বাদীর বসত ঘরে অনুপ্রবেশ করে ঘর আসবাব পত্র ঙাংচুর করে ১ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। বাদীর স্ত্রী আমেনা বেগম (৪৫) গলায় থাকা ১ ভরি ওজনের র্স্বনের চেইন ছিনিয়ে নেওয়ার সময় বাদীর নব্য প্রসূতি কন্য নাসরিন সুলতানা (২২) বাধা দিলে ০২ নং আসামী মোঃ শামসুল হক (৫০) তার হতে থাকা লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে গুরুতর অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজে ভর্তি করা হয়। বাদী আসামীদরে সহযোগী সন্ত্রাসীদের তান্ডবে ভিত হইয়া ন্যায় বিচারের জন্য গত ০৫-১০-২০২০ ইং তারিখে পটুয়াখালী বিজ্ঞ আইন শৃঙ্খলা বিঘ্ন কারী আপরাদ(দ্রুত বিচার) আদালতে মামলা দায়ের করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD