বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন
শুক্রবার (০৯ অক্টোবর) সকাল ৭ টা ৫০ মিনিটে এসি মাইক্রোবাস যোগে ওই ৪ শিশুকে বাকেরগঞ্জের রুনশী গ্রামে নিয়ে আসেন প্রশাসন।
এসময় সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের আবির্ভাব ঘটে। গাড়ি থেকে নামার শিশুদের বুকের মাঝে টেনে নিয়ে স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন।
স্বজনদের হাতে ওই ৪ শিশুকে বুঝিয়ে দেয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়, জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালামসহ প্রশাসনের স্থানীয় কর্মকর্তারা।
এরআগে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী বৃহষ্পতিবার দিবাগত রাতে বরিশালের শিশু আদালত ওই ৪ শিশুকে জামিন দেয়।এরপর রাতেই বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রের সহকারি পরিচালকে তাদের মুক্তির জন্য মেইলে বার্তা প্রেরণ করেন। যে বার্তা অনুযায়ী বৃহষ্পতিবার দিবাগত রাত ২ টার দিকে এসি মাইক্রোবাস যোগে ৪ শিশুকে নিয়ে বরিশালের বাকেরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেন।
সকালে শিশুদের হাতে পেয়ে স্বজনরা আদালতের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি মিথ্যে অভিযোগকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় বলেন, আমরা উচ্চ আদালতের নির্দেশনা পালন করেছি। আর গোটা বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে ঘটনার মূল্য উদঘাটন হবে।