মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০৬:১২ অপরাহ্ন
মোয়াজ্জেম হোসেন .পটুয়াখালী প্রতিনিধি। নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতন ঘটনাসহ সকল ধর্ষন-নিপীড়নে সম্পৃক্ত ও পৃষ্ঠপোষকেদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবীতে কলাপাড়ায় ছাত্র লীগের বিক্ষোভ মিছিল ও আলোক প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার সন্ধ্যা রাতে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কলাপাড়া কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে আলোক প্রজ্জ্বলন কর্মসূচী পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল, সধারণ সম্পাদক ফায়জুল ইসলাম আশিক তালুকদার প্রমুখ। বক্তারা কর্মসূচিতে সকল ধর্ষন-নিপীড়নের সাথে সম্পৃক্ত ও পৃষ্ঠপোষকদের দ্রুত গ্রেফতার করে শাস্তি প্রদানসহ নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসানের দাবী জানান। এসময় ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ কর্মসূচিতে অংশগ্রহন করেন।