শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন
হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ সবার জন্য আবাসন ভবিষ্যতের উন্নত নগর” এ প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে বিশ্ব বসতি দিবস উৎযাপন উপলক্ষে জেলা প্রশাসন উদ্যোগে ও গণপূর্ত বিভাগের সহযোগিতা এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অদ্য ৫ অক্টোবর রোজসোমবার সকাল ১১ ঘটিকার সময় পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিন এর সভাপতিত্বে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।
এসময় স্বাগত বক্তব্য রাখেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়র মোঃ হারুন অর রশিদ।
এছাড়াও আরো বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী, এসডিএ এর নির্বাহী পরিচালক কে এম এনায়েত হোসেন,পটুয়াখালী পৌরসভার মেয়রের মনোনীত প্রতিনিধি কাউন্সিলর মোঃ দেলোয়ার হোসেন আকন প্রমুখ।