শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:০২ অপরাহ্ন
বরিশাল নগরীর কাশিপুর হাইস্কুল সংলগ্ন সেনা পল্লির সামনে ঢাকা-বরিশাল মহাসড়কের উপরে বিশাল আকৃতির একটি রেন্ট্রিগাছ হেলে পরেছে।এতে করে দক্ষিনাঞ্চলের সাথে প্রায় দুই ঘন্টা যাবত সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এতে করে সড়কে সৃষ্টি হয় যানজট।এ খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিস কর্মি ও এয়ারর্পোট থানা পুলিশ এক যোগে সড়কে হেলে পরা গাছ উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন।মহাসড়কে গাছ উদ্ধার কার্যক্রম এর বিষয়ে এয়ারপোর্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ বিন আলম বলেন কয়েক দিন টানা বর্ষার কারনে গাছের গোরার মাটি সরে যাওয়ার কারনে গাছটি সড়কের দিকে হেলে পরেছে।গাছটি দ্রুত অপসারন করার চেস্টা চলছে।
এবিষয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা (এসো) রেজাউন জানান,আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা আধুনিক যন্ত্রপাতি দ্বারা গাছটি অপসারণ করতে কাজ করছেন।কিছু সময়ের মধ্যেই গাছটি অপসারণ করা হবে এবং সড়কের যানযট নিরসন করতে সক্ষম হবে।