রবিবার, ১৮ মে ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন
মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি॥ কলাপাড়ায় রাতের আধারে এক ব্যবসায়ীকে কুপিয়ে প্রায় লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে উপজেলার বালীয়াতলী ইউপির লেবুপাড়া আদর্শগ্রাম সড়কে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী নুর-সাঈদ পাহলান (৭২) কে রক্তাবÍ অবস্থায় স্থানীয়রা উদ্ধার ওই রাতেই কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। হাসপাতালের শয্যায় থেকে আহত ব্যবসায়ী জানান, ঘটনার রাতে বাবলাতলা বাজারে আমার জালের দোকান থেকে বাড়ি ফিরছিলাম। এসময় আমার বাড়ির একটু দুরে সড়কে অন্ধকারে আমার পথের গতিরোধ করে স্থানীয় মিজানুর রহমান তালুকদার , বশার বিশ্বাস, আনোয়ারসহ আরো ৩/৪ জন । কোনো কিছু বুঝে ওঠার আগেই এলোপাথারী মারধর শুরু করে। একপর্যায় চলের কাটা দিয়ে আমার দুই হাত বিদ্ধ করে কোমরে থাকা ৭৩ হাজার ৫’শ টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এসময় আমি বৃদ্ধ মানুষ হিসেবে প্রান ভিক্ষা চাইলে পিঠে বেশ কয়েকটা লাথি মেরে ফেলে রেখে পালিয়ে যায়। এ ব্যপারে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে তা সম্ভব হয়নি। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত অভিযোগ হাতে পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।