শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:২৮ অপরাহ্ন
মোঃসহিদ ফরাজী,মনপুরার প্রতিনিধিঃ মনপুরা ও চরফ্যাশন উপজেলায় আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো অধ্যক্ষ মিয়া মোহাম্মদ নজরুল ইসলাম স্যারের ২৮তম মৃত্যু বার্ষিকী। আজ ১৭ই সেপ্টেম্বর মনপুরা ও চরফ্যাশনের শোকের দিন। চরফ্যাশনের গোলাপফুল – সবাই বলে অধ্যক্ষ নজরুল। চরফ্যাশন ও মনপুরার দলমত নির্বিশেষে সকল মানুষের আপনজন ছিলেন অধ্যক্ষ নজরুল স্যার। নৌকার মার্কায় ১৯৯১ সালে নির্বাচন করেন অধ্যক্ষ নজরুল ইসলাম স্যার। সাবেক সাংসদ মহরুম মিয়া মোহাম্মদ নজরুল ইসলাম স্যার। তিনি ছিলেন বঙ্গবন্ধুর স্নেহের সৎ নিষ্ঠাবান, আদর্শবান,রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের দক্ষ সংগঠক। তিনি ছিলেন একজন আদর্শবান শিক্ষক। চরফ্যাশন সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। নজরুল স্যার অধ্যক্ষ থাকাকালীন সময় মনপুরার ছাত্র সমাজ লেখা পড়ার জন্যে চরফ্যাশন জেতেন তিনি তাদের কে লোজিন বাড়ির ব্যাবস্থ করে দিতেন। তিনি সংসদ সদস্য হিসেবে অনেক উন্নয়ন করেছেন। বিশেষ করে শিক্ষা ক্ষাতে, শিক্ষা দুলারহাট স্কুল, টি বি স্কুল ও চরফ্যাশন সরকারি কলেজ,, রাস্তাঘাট,কালবার্ট ইত্যাদি ইত্যাদি। তিনি মৃত্যুর পুর্বে তার বড় সন্তান আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কে তার অসমাপ্ত কাজগুলো করার জন্যে বলে জান এবং জ্যাকব সাহেব নৌকা মার্কায় ভোট করে নির্বাচিত হন। এমপি হয়ে জ্যাকব সাহেব তার বাবার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্যে নিরলস পরিশ্রম করে ব্যাপক উন্নয়ন করেছেন এবং উন্নয়নের কাজ অব্যাহত রাখছেন।
মনপুরা উপজেলায় আওয়ামীলীগ কতৃক আয়োজিত নজরুল স্যারের ২৮ তম শাহাদাৎ বার্ষিকীতে-সকাল ১১টায় পবিত্র কোরআন খতম ও মোনাজাত করান, হাজীরহাট হাফিজিয়া মাদ্রাসা,, এতিমখানা,, বহুমুখী মাদ্রাসায়। দুপুর ১২টায় দলীয় কার্যালয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন- শেলিনা আক্তার চৌধুরী, সভাপতি, মনপুরা উপজেলা আওয়ামী। শাহরিয়ারের চৌধুরী দ্বীপক, সহ সভাপতি, মনপুরা উপজেলা আওয়ামী। মোং জাকির হোসেন, সাধারন সম্পাদক, মনপুরা উপজেলা আওয়ামী।
মোশারফ হোসেন মজনু ফরাজী, যুগ্ম সম্পাদক, মনপুরা উপজেলা আওয়ামী। অলিউল্ল্যাহ কাজল, যুগ্ন সম্পাদক, মনপুরা উপজেলা আওয়ামী। বায়জিত কামাল, সাংগঠনিক সম্পাদক, মনপুরা উপজেলা আওয়ামী। সামছুউদিন সাগর, সভাপতি, মনপুরা উপজেলা ছাত্রলীগ। অনুষ্ঠান সঞ্চালনায় করেনঃ- সুমন ফরাজী, সাধারন সম্পাদক, মনপুরা উপজেলায় ছাত্রলীগ।
এছাড়া মনপুরা উপজেলা সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন। অনুষ্ঠান শেষে হাজীরহাট মার্কেজ মসজিদে যোহর নামাজ বাদ দোয়া মোনাজাত করান।