শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন
এম এইচ ফাহাদ-বিশেষ প্রতিনিধিঃ ভোলা সদর উপজেলা শিশু কল্যান বোর্ডের এৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫সেপ্টেম্বর সকাল ১০ঘটিকায় ভোলা সদর উপজেলার অডিটেরিয়াম অনুষ্ঠিত সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. মোশারফ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।
এসময় সদর উপজেলা চেয়ারম্যান প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান সরকারের অঙ্গীকার হচ্ছে সকল অনিয়ম নির্মূল করে সমাজ থেকে মাদক ইভটিজিং এবং বাল্যবিবাহ প্রতিরোধে শিশুদের সুরক্ষা ও তাদের সুস্বাস্থ্য রক্ষা নিশ্চিত করা। তাই সদর উপজেলার সকলে মিলে একসাথে কাজ করতে সদর উপজেলার সকল কর্মকর্তাদের প্রতি তিনি উদার্ত আহব্বান জানান।