ক্রাইমসিন২৪ : বরিশালে বিভাগীয় পর্যায়ে “বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৮ শুরু হয়েছে। শনিবার (২২ ডিসেম্বর) সকালে বরিশাল নগরের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে বিভাগীয় শিক্ষা প্রশাসনের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রাথমিক শিক্ষার বরিশাল বিভাগীয় উপপরিচালক এস এম ফারুকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: শফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব নুরুল আলম নুরু , জেলা শিক্ষা কর্মকর্তা আবদুল লতিফ মজুমদারসহ বিভাগীয় শিক্ষা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। টুর্নামেন্টে বিভাগের ৬ জেলার ১২টি দল অংশগ্রহন করেছে।