শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৩৮ পূর্বাহ্ন
বরগুনা জেলা প্রশাসক সন্মেলন কক্ষে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) উদ্দোগে “পরিবেশের ভারসাম্য রক্ষায় জলাশয় সংরক্ষণের গুরুত্ব” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলার প্রধান নির্বাহী আ্যাড. সৈয়দা রিজওয়ানা হাসানের অনলাইন সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।ধারণাপত্রপস্থাপন করেন লিংকন বায়েন। স্বাগত বক্তব্যে রাখেন বেলার সমন্নয়ক এ,এম,এম,মামুন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. জালাল উদ্দীন। বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার, পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা, হুমাউন কবির,বামনা উপজেলা নির্বাহী সাবরিনাসুলতানা,বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহ্রিদ সালেহিন, আমতলী উপজেলা নির্বাহী অফিসার হুমাউন কবির, বরগুনা সদর সহকারী কমিশনার (ভূমি) মো. নিজাম উদ্দীনসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।
আলোচনায় অংশগ্রহণ করেন প্রেসক্লাব সভাপতি অ্যাড. সঞ্জীব দাস, পরিবেশ আন্দোলনের জেলা সম্পাদক মুশফিক আরিফ, বেসরকারি উন্নয়ন সংগঠন জাগোনারীর প্রধান নির্বাহী হোসনেয়ারা হাসি, সাংবাদিক ইমরান টিটু, অ্যাড. মশিউর রহমান, সাংবাদিক মিজানুর রহমান, পোর্ট কর্মকর্তা মামুন-অর- রশিদ, সাংবাদিক হারুন অর- রশিদ প্রমুখ।