মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন
সবুজ বাংলা গড়ার প্রত্যয় নিয়ে আজ ৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৩ টার দিকে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে বরিশাল জিলা স্কুল প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শহিদুল ইসলাম, জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেগম হিরো রোকসানা, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি কাওসার আলম সোহেল, সাংবাদিক সাঈদুর রহমান পান্থ, সংগঠনের বরিশাল শাখার উপদেষ্টা মোঃ কালিমুল্লাহসহ প্রমুখ। শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে বরিশাল জিলা স্কুলের প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ এবং পথচারীদের মধ্যে গাছের চারা বিতরণ করে কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।