শুক্রবার, ১৬ মে ২০২৫, ০১:০৭ অপরাহ্ন
মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।। কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের প্রভাষক মো.আবু ইউসুফ কে সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল অঞ্চল) হিসেবে মনোনীত করা হয়েছে।
রবিবার (০৬ সেপ্টেম্বর) সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) কেন্দ্রীয় কমিটির সভাপতি জহুরুল ইসলাম স্বাক্ষরিত প্রেস নোটে এই কমিটির অনুমোদন দেয়া হয়।
মানুষ হিসেবে সৎ নিষ্ঠা ও আদর্শবান আবু ইউসুফ সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগে সুনামের সাথে শিক্ষা দান করে আসছেন। সম্প্রতি করোনা মোকাবেলায় গরীব দুস্থ, হতদরিদ্র ও প্রতিবন্ধী মানুষের মাঝে নিজের অর্থায়নে খাদ্য সহায়তা, চিকিৎসা সেবা, গণপরিবহনে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণসহ জনসমাগমে করোনা মহামারি রোধে কাউন্সিলিং করেন যা একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয়।
সদ্যপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (সকসিস) আবু ইউসুফ সাংবাদিকদের বলেন, তার উপর অর্পিত দ্বায়িত্ব তিনি যথাযথভাবে পালন করার চেষ্টা করবেন এবং তিনি মানুষের কল্যাণে কাজ করে সর্বদা মানুষের পাশে থাকার চেষ্টা করবেন।