সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ ও মানববন্ধন চীনের বিশেষায়িত হাসপাতাল ও ৬ লেন রাস্তার দাবীতে কুয়াকাটায় মানববন্ধন নবায়নযোগ্য জ্বালানি উৎসব ২০২৫: টেকসই ভবিষ্যতের প্রত্যয়ে আয়োজন পটুয়াখালীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক-শিক্ষিকাদের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান বাউফলে মায়ের সাথে খেলতে গিয়ে ছিটকে পড়ে শিশুর মৃত্যু কুয়াকাটায় চলছে ৩দিন ব্যাপী রাখাইনদের ঐতিহ্যবাহী সাংগ্রাই জলকেলি উৎসব সিদ্দিক সভাপতি, মিজান সম্পাদক। মহিপুর থানা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গৃহবধূ হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে কুয়াকাটায় মানববন্ধন গৌরনদীতে চোর সন্ধেহে গনপিটুনিতে আহত যুবকের দুইদিন পর মৃত্যু কুয়াকাটায় আগুনে পোঁড়া বন পরিদর্শন কলাপাড়ায় পরীক্ষা কেন্দ্রে নকলে সহায়তার দায়ে দুই শিক্ষককে অব্যাহতি সড়ক সংস্কারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন বিক্ষোভ মিছিল বাড়িতে ছাগল ঢোকাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর সংঘর্ষ, আহত-৪ বরিশালে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ বরিশালের জেলা সাব রেজিস্ট্রি অফিসে উৎস করের নির্ধারিত ফি কম নিয়ে দলিল রেজিষ্ট্রেশন করার প্রমান পেয়েছে দুদক
আজ ২৯-০৮-২০২০ খ্রি. তারিখে গত ২৪ ঘন্টায় জেলা প্রশাসন বরিশালের উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা, জনসচেতনতা ও অন্যান্য কার্যক্রম।

আজ ২৯-০৮-২০২০ খ্রি. তারিখে গত ২৪ ঘন্টায় জেলা প্রশাসন বরিশালের উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা, জনসচেতনতা ও অন্যান্য কার্যক্রম।

Sharing is caring!

করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে আজ পর্যন্ত মোবাইল কোর্ট অভিযানের তথ্যঃ কোভিড-১৯ পরিস্থিতির প্রথম (১০ মার্চ) থেকে ২৯ আগস্ট, ২০২০ পর্যন্ত বরিশাল জেলায় হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ, নিত্যপ্রয়োজনীয় বাজার নিয়ন্ত্রণ ও মাস্ক, স্যানিটাইজার মূল্য নিয়ন্ত্রণের জন্য পরিচালিত-  মোট মোবাইল কোর্টঃ ৪৬৪ টি জরিমানাকৃত ব্যক্তির সংখ্যাঃ ৯৪২ জন জরিমানাকৃত প্রতিষ্ঠানের সংখ্যাঃ ৭৮৩ টি জরিমানার পরিমাণঃ ৫৭ লক্ষ ৩৯ হাজার ৫৮৫ টাকা কারাদন্ড দেওয়া হয়েছেঃ ৯৭ জন ব্যক্তিকে (বিভিন্ন মেয়াদে কারাদন্ড) বিভিন্ন অভিযোগে সীলগালাকৃত প্রতিষ্ঠানঃ ১৫ টি
গত ২৪ ঘন্টায় মোবাইল কোর্ট ও জনসচেতনতা কার্যক্রমের তথ্যঃ
একনজরে গত ২৪ ঘন্টার মোবাইল কোর্ট অভিযানের তথ্য মোট মোবাইল কোর্টঃ ০২ টি মোবাইল কোর্টসহ মোট সচেতনতা কার্যক্রমঃ ১২টি মোট মামলাঃ ০৪ টি মোট জরিমানাকৃত প্রতিষ্ঠানঃ ০৪ টি মোট জরিমানাকৃত ব্যক্তিঃ ০ জন মোট কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিঃ ০ জন সর্বমোট জরিমানা আদায়ঃ ২৩,০০০/- টাকা
বরিশালে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং এ পরিচালিত ২টি মোবাইল কোর্টের অভিযানে ৪টি দোকানকে ২৩,০০০/- টাকা অর্থদণ্ড।
বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস, এম, অজিয়র রহমান এর নির্দেশনায় নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং এ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নিরুপম মজুমদার এর নেতৃত্বে বরিশাল মহানগরীর বটতলা বাজার এলাকায় আজ ২৯ আগস্ট সকাল ১১:০০ টা থেকে দুপুর ০১:০০ টা পর্যন্ত মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে পণ্যের মোড়কের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য প্রদর্শন না করায় নগরীর বটতলা বাজার এলাকায় অবস্থিত আলম ডিপার্টমেন্টাল স্টোরকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় ৫০০০ টাকা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে রওজা ডিপার্টমেন্টাল স্টোরকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় ৫০০০ টাকাসহ মোট ১০০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম।
অপর এক অভিযানে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আতাউর রাব্বী নেতৃত্ব দেন। শনিবার সকালের দিকে নগরীর রূপাতলী ও সাগরদী এলাকায় সরকারি নির্দেশ অমান্য করায় ২টি দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ অাইন, ২০০৯ এ ১৩০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযানকালে আইন-শৃঙ্খলা রক্ষা ও গণসচেতনতা কার্যক্রম পরিচালনায় সহায়তা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বী জানান, কোভিড-১৯ প্রাদুর্ভাবের শুরু থেকেই বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস, এম, অজিয়র রহমান এর নির্দেশনায় নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যবিধি প্রতিপালনে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল কোর্ট টিম বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে আসছে। জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ হতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
একইসাথে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য জেলার প্রতিটি মোড়ে মোড়ে এবং এলাকার গলিতে গলিতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। জনগণকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস, এম, অজিয়র রহমান সদা সচেষ্ট এবং তাঁর নির্দেশনায় নিয়মিত জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসন কতৃক পরিচালিত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD