বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৪:১২ অপরাহ্ন
মোয়ােেজ্জম হোসেন: পটুয়াখালী প্রতিনিধি ।। কিংস হোটেলে কোন জুয়ার আসর বসেনি। এ ঘটনাটি ষড়যন্ত্রমূলক ও সাজানো হয়েছে। কুয়াকাটার পৌর মেয়র ও তার অনুসারীদের রাজনৈতিক ভাবে হেয় করতেই পুলিশ জুয়া খেলার কল্পকাহীনী সাজিয়ে ছাত্রলীগের সভাপতিকে ফাঁসানো হয়েছে। শনিবার সকালে কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমনটাই দাবী করেছে কুয়াকাটা পৌর ছাত্রলীগ। লিখিত বক্তব্য পাঠ করেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.তাইফুর রহমান হাসান। এসময় পটুয়াখালী জেলা ছাত্রলীগের সহ সম্পাদক মিরাজুল ইসলাম বাবু, জেলা ছাত্রলীগের সদস্য মো.জসিম উদ্দিন, কুয়াকাটা খানাবাদ কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুবক্কর আবীর, পৌর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ইলিয়াস শেখ ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো.সাদ্দাম মালসহ স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কুয়াকাটা পৌর শাখার সভাপতি মো. মজিবর রহমান দীর্ঘদিন ধরে সম্মান ও যোগ্যতার সাথে পৌর ছাত্রলীগের সভাপতির দ্বায়িত্ব পালন করে আসছে। তার নেত্বতে পৌর ছাত্রলীগ আজ সু-সংগঠিত। কুয়াকাটা পৌর ছাত্রলীগের নামে কোন বদনাম নেই। পৌর ছাত্রলীগ মাদক চাঁদাবাজি কিংবা কোন অসামিজিক কর্মকান্ডের সাথে জরিত নয়। এছাড়া সকল অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করে আসছে। সেখানে ছাত্রলীগের সভাপতি মো. মজিবর রহমান অসামাজিক কাজে জরিত বলে পুলিশ উল্লেখ করেছে। বিষয়টি সম্পর্ন মিথ্যা ও বানোয়াট। আমরা এহন মিথ্যা ও বানোয়াট কল্পকাহীনির তীব্র প্রতিবাদ জানাই। পরে কুয়াকাটা পৌর ছাত্রলীগের সভাপতি মো.মজিবর রহমানের মুক্তির দাবীতে ছাত্রলীগের নেতাকর্মীরা কুয়াকাটা প্রেসক্লাব সামনের সড়কে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।
উল্লেখ, গত ১৭ আগস্ট (সোমবার) মহিপুর থানা পুলিশ আবাসিক হোটেল কিং থেকে জুয়ারী সন্দেহে কুয়াকাটা পৗর ছাত্রলীগের সভাপতি মো.মজিবর (২৯), শাহীন (৩০), গোলাম মাওলা (৩০), রবিউল (২৯) ও কলিম মাহমুদ (৩২) নামের পাঁচ জুয়ারীকে আটক করে। এসময় আককৃতদের সঙ্গে ধস্তাধস্তিতে পুলিশ সদস্য কয়েক আহত হয়। এ ঘটনার পর দিন ১৮ আগস্ট (মঙ্গলবার) মহিপুর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
মহিপুর থানর ওসি মো.মনিরুজ্জমান বলেন, গত ১৭ আগস্ট রাতে মজিবর রহমানসহ তার সঙ্গীরা কিংস হোটেলে জুয়া খেলছিল। সেখান থেকে পাঁচজনকে পুলিশ গ্রেফতারে সক্ষম হয়। এ ঘটনায় দু’টি মামলা হয়েছে। মামলা তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।