শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ববি’র ফ্যাসিস্ট স্টাফ বাতেন আটক কলাপাড়ায় খালের চড়ে পুতে রাখা যুবকের লা/শ উদ্ধার গভীর রাতে প্রবাসির ঘর থেকে প্রেমিকসহ গৃহবধূ আটক, এলাকায় চাঞ্চল্যে শিক্ষার মানোন্নয়নে কলাপাড়ায় শিক্ষকদের ২দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ২২ জানুয়ারি ভোটের প্রচারে মাঠে নামছেন তারেক রহমান পর্যটকে মুখরিত কুয়াকাটা সৈকত সকলের শ্রদ্ধা ও ভালোবাসায় চির নিদ্রায় শায়িত প্রথিতযশা সাংবাদিক জাহিদ রিপন বাউফলে গণকবরস্থানে চাঁদা চেয়ে হামলা, প্রশাসনের বিরুদ্ধে ঘুষ দাবীর অভিযোগ এটি,এন নিউজ,এটিএন বাংলা এর সাংবাদিক জাহিদ রিপন মৃত্যুতে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের শোক যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ  হতে র‌্যাব-৮, কর্তৃক  গ্রেফতার পটুয়াখালীর রাঙ্গাবালীতে ৫ম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষব করে হত্যা,আটক ২ ৫৪তম শীতকালীন স্কুল, মাদ্রাসা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ কুয়াকাটায় ভাড়া বাসা থেকে গৃহবধুর গ/লা/কা/টা লা/শ উদ্ধার,স্বামী পুলিশ হেফাজতে কলাপাড়ার আল আরাফাহ ইসলামী ব্যাংক কম্বল দিলেন শীতার্ত, ছিন্নমূল ও অসহায় মানুষদের
বরিশাল র‌্যাব -৮, এর অভিযানে ১৫৭ কেজি (১৪,১৩০ মিটার) অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার নয় জন গ্রেফতার।

বরিশাল র‌্যাব -৮, এর অভিযানে ১৫৭ কেজি (১৪,১৩০ মিটার) অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার নয় জন গ্রেফতার।

Sharing is caring!

নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে জাটকা ইলিশ নিরোধের মাধ্যমে ইলিশের স্বাভাবিক উৎপাদন ব্যহত হচ্ছে এমন অপর্কমের বিরুদ্ধে র‌্যাব গোয়েন্দা তৎপরতা ও অপারেশন চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, বরিশাল, সিপিএসসি‘র একটি বিশেষ আভিযানিক দল গত ১৯ আগষ্ট ২০২০ তারিখ ১২.৩৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল জেলার উজিরপুর থানাধীন হারতা বাজারের মসজিদ মার্কেট এর জনৈক স্বজল মল্লিক এর টেইলার্সের দোকানের সামনে টিনশেডের দোকানের মধ্যে অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল ক্রয়/বিক্রয়ের জন্য মজুদ আছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি আনুমানিক ১৩.৪০ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্ঠাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০৯ (নয়) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের নাম (১) মোঃ ফারুক গাজী(৫৫), পিতাঃ মৃত ছবর আলী গাজী, (২) হারুন অর রশিদ(৫৮), পিতাঃ মৃত জোনাব আলী, (৩) আঃ ছালাম গাজী(৫৫), পিতাঃ মৃত শেরজন আলী গাজী, (৪) আঃ মজিদ সর্দার(৬২), পিতাঃ মৃত মোজাম সর্দার, সর্ব সাং- হরিণাহাটি, (৫) মোঃ ওসমান তালুকাদার (৫০), পিতাঃ মৃত রবিউল্লাহ তালুকাদার, সাং- উত্তর পাড়, (৬) মোঃ আতাউর কাজী (৫৭), পিতাঃ মৃত হাছেন আলী কাজী, সাং- সীতাইকুন্ড, সর্ব থানাঃ কোটালিপাড়া, জেলাঃ গোপালগঞ্জ, (৭) শামসুল হক বাহাদুর(৫২), পিতাঃ মৃত আঃ মান্নান বাহাদুর, (৮) দীপক রায় (৪০), পিতাঃ ধীরেন্দ্রনাথ রায়, উভয় সাং- হারতা, (৯) অরুণ দাস (৩৫), পিতাঃ নারায়ণ দাস, সাং- যুগিরকান্দা, সর্ব থানাঃ উজিরপুর, জেলাঃ বরিশাল বলে জানায়। উক্ত আসামীগণকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা নিষিদ্ধ কারেন্ট জাল ক্রয়/বিক্রয়ের সাথে জড়িত। তাদের টিনশেডের দোকানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল মজুদ রয়েছে। উক্ত দোকান থেকে ০৯ টি প্লাষ্টিকের বস্তার ভিতর থেকে সর্বমোট ১৫৭ (একশত সাতান্ন) কেজি কারেন্টের জাল, যাহা মোট ১৪,১৩০ (চৌদ্দ হাজার একশত ত্রিশ) মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১,৫৭,০০০/- (এক লক্ষ সাতান্ন হাজার) টাকা। পরবর্তীতে র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ আব্বাস উদ্দিন বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বরিশাল জেলার উজিরপুর থানায় মৎস সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ (সংশোধীত /১৩) ৫ (২)(ক) আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD