সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন
আনসার ও ভিডিপি বরিশাল রেন্জ ও জেলার পক্ষ থেকে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে স্বাস্থ্য বিধি অনুসরণ করে পালন করা হয়। এ সময় ১৫ই আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে আনসার ও ভিডিপি জেলা কার্যালয়ে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের সম্মানিত রেঞ্জ পরিচালক মোঃ আশরাফুল আলম মহোদয় সহ রেন্জ ও জেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ।