সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:২৫ অপরাহ্ন
আজ ১৩ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে বিভাগীয় প্রশাসন বরিশাল বিভাগ এর তত্ত্বাবধানে জেলা প্রশাসন বরিশালের বাস্তবায়নে উপজেলা ভূমি অফিস বরিশাল এর সহযোগিতায় সহকারী কমিশনার ভুমি বরিশাল সদর এর আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর শাহাদত বার্ষিকী স্মরণে বরিশাল বিভাগের সরকারি দপ্তরসমূহে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি সফল বাস্তবায়ন উপলক্ষে কাশিপুর ইউনিয়ন ভূমি অফিস চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মুনিবুর রহমান। এসময় তিনি কাশিপুর ইউনিয়ন ভূমি অফিস চত্বরে বেশ কিছু বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন। তার সাথে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বরিশাল সদর মোঃ মেহেদী হাসানসহ ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।