বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৫:১৭ অপরাহ্ন
বরিশালে উচ্চমাধ্যমিক (HSC) ব্যাচ ২০২০ এর ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিনামূল্যে আবেদন কারার ব্যাবস্হা করে দিচ্ছে সূর্যোদয় কোচিং সেন্টার। সূর্যোদয় কোচিং সেন্টার বরিশাল নগরীর নবগ্রাম রোডের সফির ভিলাতে স্হাপিত।উক্ত কোচিং সেন্টারে ২ শতাধিক শিক্ষার্থী রয়েছে।এখানে ৩য়-দাদ্বশ শ্রেনীতে নিয়মিতভাবে পাঠদান করে থাকে। বিনামূল্যে শিক্ষার্থীদের আবেদন করার ব্যাপারে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ সোহাগ বলেন,সারা বিশ্বে মহামারী করোনাতে বিপর্যস্ত এ দেশও পিছিয়ে নেই তাতে।বর্তমানে এ অবস্হায় শিক্ষার্থীদের বেশীরভাগ আর্থিক সংকটে পড়ে আছে, তাই মানবিক দিক বিবেচনা করে আমার প্রতিষ্ঠান তাদের পাশে দাড়াঁতে এমন উদ্দ্যেগ গ্রহন করেছি যাতে তাদের বিন্দুমাত্র হলেও সহোযোগীতা করতে পারি। সূর্যোদয় কোচিং সেন্টারের এমন মহৎ উদ্দ্যেগকে সাধুবাদ জানিয়েছে লাভ ফর ফ্রেন্ডস সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও এডমিন পারভেজ সিকদার।