সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন
বাংলাদেশের উত্তরাঞ্চলের বানবাসী ও বন্যার্তদের সাহায্যের জন্য বরিশাল নগরীর রাস্তায় নেমে এসেছে বালাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা কমিটি ও অঙ্গ সংগঠন। আজ মঙ্গলবার (১১ই) আগস্ট বেলা বারটায় নগরীর প্রণকেন্দ্র সদররোডে একার্যক্রমের উদ্ধোধন করেন জেলা সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী।
এসময় সকলের হাতে সাহায্য নেয়ার জন্য কাগজের তৈরী বাক্স লক্ষ্য করা যায় । মনীষা চক্রবর্তী র সাথে যোগাযোগ করলে তিনি ক্রাইমসিনকে জানান, বন্যায় উত্তর বংগে যে ৩১ টি জেলার মানুষ পনিবন্দী অবস্থায় আছে তাদের জন্য ত্রান সংগ্রহ করার জন্য আজ আমরা একত্রিত হয়েছি ।বাসদের পক্ষ থেকে বন্যা দূগ’তদের জন্যে রান্না করা খাবারের ব্যবস্থা করা হয়েছে । এর পাশাপাশি ত্রাণের ব্যবস্থা করার জন্য এখন সকল প্রক্রিয়া চলছে ।