সোমবার, ০৭ Jul ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন
মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবর্ষ উপলক্ষে পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ পানি উন্নয়ন বাের্ডের অধীন সকল খাল, নদীর তীর, বাঁধ ও অধিগ্রহণকৃত জায়গায় নিয়মিত বৃক্ষরােপনের পাশাপাশি অতিরিক্ত দশ লক্ষ বৃক্ষ রোপনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার জেলা পানিসম্পদ ব্যাবস্থাপনা কমিটির নেতৃত্বে পটুয়াখালী সদর উপজেলার বাদুরা খালের পাড়ে বৃক্ষ রোপণ করা হয়।
বৃক্ষ রোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান মােহাম্মদ ওয়ালিউজ্জামান, নির্বাহী প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড; মোহাম্মদ আমিনুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা, পটুয়াখালী; স্থানীয় জনগণ; সাংবাদিকসহ অন্যান্য ব্যক্তিবর্গ।