পটুয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ পরবর্তী পুনর্মিলনীসভা অনুষ্ঠিত হয়েছে।। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ঈদ-পরবর্তী পুনর্মিলনী সভা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী এবং সভাপতিত্ব করেন মো. হেমায়েত উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি. এম. সরফরাজ, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সহ জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালী এর সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক উপস্থিত সকলকে ঈদের শুভেচ্ছা জানান এবং সকলের সাথে মতবিনিময় করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে সকলের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।