সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাংলাদেশে মানুষ আর বিভেদ দেখতে চায় না।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমা বাউফলে একই রাতে বসতঘরসহ ১১টি প্রতিষ্ঠানে চুরি পটুয়াখালীতে যৌথ বাহিনীর অভিযানে গাঁজা, অস্ত্র, বিভিন্ন বাহিনীর পোষাক সহ গ্রেপ্তার ১ শ্বশুর-শ্বাশুড়ি হাতে গৃহবধূকে হ/ত্যা/র অভিযোগ পটুয়াখালীতে যৌতুক মামলার আসামিরা জামিন পেয়ে বাদীকে-গুম ও হত্যার হুমকি মহিপুরে কোস্টগার্ডের অভিযানে অবৈধ ২টি ট্রলিং বোট সহ ৮ জেলে আটক ট্রলারডুবির ৮ দিন পরে সৈকতে ১ জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ-৪ কলাপাড়ায় ডেঙ্গু রোধে ময়লার ভাগারে ইউএনও’র অভিযান বাউফলে বালু ভ‌র্তি কারগো নি‌য়ে ব্রিজের নিচ দি‌য়ে যাওয়ার সময় শ্রমি‌কের দেহ থে‌কে মাথা বি‌চ্ছন্ন কলাপাড়ায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কৃতি শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ ও সন্মাননা কলাপাড়ায় ইউনিয়ন বিএনপির সভাপতির পদ স্থগিত কুয়াকাটা সি-বিচ রক্ষণাবেক্ষণের আশ্বাস দিলেন বিভাগীয় কমিশনার ও ডিসি বাউফলের তেঁতুলিয়ায় ট্রলার থেকে ছিটকে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার কুয়াকাটা সমুদ্র সৈকত, ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন
ডা: মনীষা চক্রবর্তীর বিরুদ্ধে থানায় অভিযোগ, চক্রান্তের অভিযোগ বাসদের

ডা: মনীষা চক্রবর্তীর বিরুদ্ধে থানায় অভিযোগ, চক্রান্তের অভিযোগ বাসদের

Sharing is caring!

বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নগরীর ফকির বাড়ী রোডের মাতৃছায়া শিশুকাননের প্রতিষ্ঠাতা ও পরিচালক সুজিত কুমার দেবনাথ। বিদ্যালয় প্রাঙ্গন থেকে ডাঃ মনীষা চক্রবর্তীর করোনার অস্থায়ী ক্যাম্প সরিয়ে নিতে রবিবার বরিশাল কোতয়ালী মডেল থানায় অভিযোগটি করেন তিনি।

প্রতিষ্ঠান পরিচালকের অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়টির এক পাশে একটি রুম খালি থাকায় এক শিক্ষকের অনুরোধে ডাঃ মনীষা চক্রবর্তীকে রুমটি শিশুদের বিজ্ঞান শেখানোর জন্য ‘বিজ্ঞান আন্দোলন মঞ্চ’ নামের সংগঠনটিকে মৌখিকভাবে ভাড়া দেন তিনি। পরবর্তীতে চলতি বছরের ১৮ মার্চ ডাঃ মনীষা চক্রবর্তী বিশ্ব কোভিড-১৯ উপলক্ষে ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য বিদ্যালয়টির ৪টি কক্ষ ও তার সামনের প্রাঙ্গন ব্যবহার করার অনুমতি চাইলে মানবিক দিক বিকেচনা করে মৌখিকভাবে সাময়িক ব্যবহারের অনুমিতিও দেন তিনি। এসময় তিনি (ডাঃ মনীষা চত্রবর্তী) বিদ্যালয় প্রাঙ্গনে মানবতার বাজার নামে একটি বাজার খোলেন এবং ত্রাণ বিতরন কার্যক্রম করেন। ঈদ উল ফিতরের পর ওই কার্যক্রম না চলায় বিদ্যালয় ত্যাগ করতে বললে মনীষা চক্রবর্তী তার কথায় কর্ণপাত করেন নি।

হঠাৎ জুন মাসের প্রথম সপ্তাহে কয়েকটি অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসে এবং করোনা রোগীদের অস্থায়ী ক্যাম্প কার্যক্রম শুরু করেন মনীষা চক্রবর্তী। এক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের কোন অনুমতি রয়েছে কিনা সেটা তার (প্রতিষ্ঠান পরিচালকের) জানা নেই। কিন্তু এ কার্যক্রম চালাতে সে বিদ্যালয়ের ক্যাম্পাস ব্যবহারের কোন অনুমতি দেননি বলে অভিযোগে উল্লেখ করেন।

অভিযোগে আরও উল্লেখ করেন, করোনা রোগী বয়ে আনা এ্যাম্বুলেন্স, ব্যবহৃত পিপিই, মাস্ক, পোষাক পরিচ্ছদ, অক্সিজেন সিলিন্ডার ইত্যদি স্কুলের যেখানে সেখানে ফেলে রাখা এবং করোনায় ব্যবহৃত প্রয়োজনীয় জিনিসপত্র ধোয়াসহ স্কুলের শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার করে। মনীষা চক্রবর্তীকে এইসব কর্মকাণ্ড থেকে বার বার বিরত থাকার জন্য অনুরোধ করা হলেও তিনি তার কথায় কোন কর্ণপাত করেননি। এসময় তিনি প্রতিষ্ঠানের মধ্যে এ ধরণের কাজ না করার জন্য অনুরোধ করেন এবং শ্রেণিকক্ষসহ বাচ্চাদের খেলার মাঠ ছেড়ে দিয়ে মৌখিক ভাড়াকৃত রুমে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু সে কোন কথা না শুনে অবৈধ ভাবে নিজের ইচ্ছেমত ব্যবহার করে যাচ্ছে। উল্টো সে (মনীষা চক্রবর্তী) তার সাথে অসদাচরণ করেন এবং গণমাধ্যমের ভয় দেখান।

সুজিত কুমার দেবনাথ অভিযোগে আরও উল্লেখ করেন, মনীষা চক্রবর্তী তাদের নিজস্ব ব্যবহৃত পরিবহণ (ব্যাটারী চালিত চার্জার) সরকারী বিদ্যুৎ লাইন থেকে অবৈধভাবে সংযোগ দিয়ে চার্জ দেয়। এ কারনে বিদ্যুৎ অফিস থেকে ৩ বার সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলো। এমন কাজে আমি নিজেও নিষেধ করি। কিন্তু তা তিনি আমলে নেয়নি।

বিদ্যালয় প্রাঙ্গনটি রাজনৈতিক বিভিন্ন মিছিল, মির্টিং এর কাজে ব্যবহার করে এবং সবসময় জমায়েত হয়ে থাকে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। জনসেবার নামে মনীষা চক্রবর্তীর এই কর্মকাণ্ডে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করবে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। তিনি মনীষা চক্রবর্তীর এই কর্মকাণ্ড থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে করোনাকালে মানবিক কার্যক্রম বন্ধের চক্রান্ত হচ্ছে এমন দাবীতে রোববার বেলা সারে ১০টায় সংবাদ সম্মেলন করেন মনীষা চক্রবর্তী। সেখানে তিনি বলেন, এই কার্যক্রম বন্ধ করার জন্য হুমকি ধমকি দেয়া হচ্ছে। ছাত্রলীগের লোকজন এসে মাতৃছাড়া স্কুলের পরিচালক সুজিত কুমার দেবনাথের সাথে মিটিং করে তাদের এখান থেকে উচ্ছেদ করার পরিকল্পনা গ্রহণ করেছেন। এছাড়া সরকারি বরিশাল কলেজের নাম পরিবর্তনের পক্ষে থাকায় আমাদের উপর রাজনৈতিক এক নেতা ক্ষিপ্ত রয়েছেন। আর সেই সূত্র ধরেই আমাদের মানবিক কার্যক্রম বন্ধের পায়তারা চালানো হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD