রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ন
বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীর বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে ১ লক্ষ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোষ্টগার্ড। যার আনুমানিক মূল্য ৪২ লক্ষ টাকা।
জব্দের পর এসব জাল পুড়িয়ে ফেলা হয় বলে জানা গেছে।
মঙ্গলবার সন্ধ্যায় হিজলা উপজেলার বজ্জালিয়া ইউনিয়নের বাউশিয়া নামকস্থানে জালগুলো পোড়ানো হয়।
কোষ্টগার্ড হিজলা কন্টিনজেন্ট কমান্ডার আলমগীর হোসেন বলেন, মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার মেঘনা নদীর বাউশিয়া, চর হিজলা, লালখারাবাদ, শিন্নিরচর, চর শেফালী, বামনের চর, নলবুনিয়া, ভইসপট্রি, কাকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন হিজলা উপজেলার মৎস্য কর্মকর্তা অনিল কুমার দাস ও ফিল্ড সহায়ক জোসনা বেগম প্রমূখ।