রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন
করোনা টেস্ট ফি বাতিল করার দাবীতে বরিশালে মানববন্ধন করেছে ইসলামী যুব আন্দোলন জেলা ও মহানগর শাখা।
বৃহস্পতিবার সকাল সারে ১০টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইসলামী যুব আন্দোলন বরিশাল মহানগরের সভাপতি মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলামের সভাপতিত্বে ও জেলা শাখার সাধারণ সম্পাদক আরমান হোসেন রিয়াদ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ কাওছারুল ইসলাম, বরিশাল মহানগর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন (টিটু), দফতর সম্পাদক মাওলানা মিরাজুল ইসলাম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতি নাসির উদ্দিন নাইস, ইসলামী যুব আন্দোলন বরিশাল জেলা সহ সভাপতি মুহাম্মাদ জালাল উদ্দিন, মহানগর সহ সভাপতি মাওলানা মুহাম্মাদ আতিক উল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম প্রমূখ।
এসময় বক্তারা বিনামূল্যে করোনা টেস্ট ও চিকিৎসা সামগ্রী প্রদানসহ অর্থনৈতিক হুমকিতে পড়া যুবকদের জরুরী ভিত্তিতে বেকার ভাতা ও উপযুক্ত কর্মসংস্থান নিশ্চিত করার দাবিও জানান।