রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন
আন্তর্জাতিক যুবসেবা সংগঠন রোটারাক্ট ক্লাব অব বরিশাল মিডটাউন (২০২০-২১) এর নবনির্বাচিত কমিটি গঠিত হয়েছে এবং এর কার্যাবলী রোটারি ইয়ার ১লা জুলাই, ২০২০ থেকে ৩০শে জুন, ২০২১ পর্যন্ত ১ বছরের জন্য কার্যকরী থাকবে।
ক্লাবের প্রেসিডেন্ট – সৈয়দ সাব্বির সিদ্দিকি কে মনোনীত করে ১৮ সদস্যের কমিটি ঘোষনা করা হয়েছে।
ক্লাবের অন্যান কমিটিতে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট- যথাক্রমে ইসরাত রূপা, মোঃ সাফাতুর রহমান, সেক্রেটারি- সাইফুল্লাহ মইন, জয়েন্ট সেক্রেটারি- সৈয়দ ফয়সাল সিদ্দিকি, শেখ আমিনুল ইসলাম, ট্রেজারার- দুর্জয় দেবনাথ, ভাইস ট্রেজারার- লাবনী ইসলাম, এডিটর- তৌফিক হুসাইন, সাব এডিটর- মোঃ সাকিব তালুকদার, প্রোফেশনাল ডিরেক্টর- সৈয়দ সোহান আহমেদ সুনাম, আন্তর্জাতিক সার্ভিস ডিরেক্টর- মোঃ আজহারুল ইসলাম, ক্লাব ডিরেক্টর- তন্ময় হাসান দিপু, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর- আমিনা ইসলাম, সার্জেন্ট অব আর্মস- মোঃ রনি হাসান, সদস্য- ওমর ইসলাম, আরাফাত হোসেন অনিক, ইমরান মাহমুদ প্রমুখ।
কমিটি ঘোষনার পরে এক সৌজন্য সাক্ষাতে নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানানো হয়েছে।