বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৩০ পূর্বাহ্ন
ডিজিটাল বাংলাদেশের কার্যক্রমকে বেগবান করতে ও ডিজিটাল পদ্ধতিতে সেবা গ্রহিতাদের দ্রুত সেবা নিশ্চিত করতে সদর ইউনিয়নের ভূমি অফিসে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
ভূমি সংস্কার বোর্ডের অর্থায়নে এবং বরিশাল সদর উপজেলার ভূমি অফিসের আয়োজনে এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার মুনিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মোঃ আক্তার জামীল, জোনাল সেটেলমেন্ট অফিসার হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম।
বক্তব্য রাখেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান।