শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:২৬ অপরাহ্ন
বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) এর এএসআই হাবিবুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৩ বছর।
মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটনের অতিরিক্ত উপ পুলিশ
কমিশনার (উত্তর) মোহাম্মদ আবুল কালাম আজাদ।
তিনি জানান, গত ১৬ জুন অসুস্থ হয়ে পরলে তাকে বরিশাল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওই দিন রাতে তাকে রাজধানীর রাজারবাগ পুলিশ
হাসপাতালে পাঠানো হয়। সেখানে মঙ্গলবার সন্ধ্যায় তিনি ইন্তেকাল করেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান জানান, মৃত এএসআই’র আগে থেকেই লিভারের সমস্যা ও ডায়বেটিক ছিলো, সাথে হার্টে রিং ও
পড়ানো ছিলো। নানান ধরণের রোগে আক্রান্ত শারিরীক অসুস্থতার কারনে সে ঢাকার পুলিশ হাসপাতালে গত সপ্তাহে ভর্তি হয় এবং আজ সেখানে তার মৃত্যু হয়।
তিনি বলেন, কোভিট পজেটিভের বিষয়টি আমরা নিশ্চিত নই, মৃত্যুর পরে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
উল্লেখ্য সহকারি উপ পরিদর্শক (এএসআই) হাবিবুর রহমান বরিশাল মেট্রোপলিটনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (উত্তর) অফিসে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামে। ১৯৮৯ সালের ১৪ মে পুলিশ
বাহিনীতে যোগদান করেন তিনি।