বুধবার, ১৪ মে ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালীতে একটি তক্ষকসহ সম্রাজ হাওলাদার (৩৫) নামে বন্যপ্রাণী পাচারকারী চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন।
আটক সম্রাজ ওই এলাকার মো. আ. মালেক হাওলাদারের ছেলে।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পটুয়াখালী সদরের ধারান্দি এলাকায় অভিযান চালিয়ে একটি তক্ষকসহ সম্রাজ হাওলাদারকে আটক করা হয়। সম্রাজ সংঘবদ্ধ বন্যপ্রাণী তক্ষক পাচারকারী দলের সক্রিয় সদস্য। উদ্ধার করা তক্ষকসহ আটক আসামিকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে তার নামে র্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।