মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন
বরিশাল জেলায় নতুন করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৮৭২ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। এবং করোনা আক্রান্ত ১১ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। এতে করে জেলায় মোট ১৪০ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আজ করোনা আক্রান্ত হয়ে ১ জন মৃত্যুবরণ করেছে। এ নিয়ে জেলায় ১২ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।
শনিবার (১৩ জুন) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়িা সেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আক্রান্তদের মধ্যে বাকেরগঞ্জ উপজেলার ১ জন, আগৈলঝাড়া উপজেলার ১ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ১ জন নার্স, নগরীর কাউনিয়া, ১ নং ওয়ার্ড, স্ব-রোড, চাঁদমারি প্রত্যেক এলাকার ১ জন করে ০৪ জন, বেসরকারি ব্যাংকে কর্মরত ৩ জন।
বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ১০ জন ও মৃত ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাকে লকডাউন করা হয়েছে তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলচ্ছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।