রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০২:২৮ অপরাহ্ন
বিনোদন ডেক্স: অভিনয় জীবনে ৫১ বছর। এরপরও বলছেন তিনি নাকি এখনো অভিনয় শিখছেন। তাও আবার তরুণদের কাছ থেকে। সম্প্রতি সাংবাদিকদের অভিতাভ বলেন ‘আমি ওদের থেকে কত কিছু শিখি, ওদের থেকে যতটা শেখা যায় আমি শিখতে থাকি।’
বলিউড শাহেন শা মনে করেন তরুণদের সঙ্গে অভিনয় করাটা তার জন্য ভাগ্যের। এই নিয়ে তার ভাষ্য, ‘ওদের সঙ্গে এই যে আমি কাজ করতে পারছি, এর জন্যে আমি তো নিজেকে সৌভাগ্যবান মনে করি।’
তার মতে, এখনকার তরুণরা অভিনয়ে ভালো করছে। ‘আজকের জেনারেশনের অভিনেতারা দুর্দান্ত,ওঁরা প্রত্যেকেই অসাধারণ। ওদের প্রস্তুতি এত সুন্দর, ভীষণ আত্মবিশ্বাসী। পুরোপুরিভাবে প্রতিভায় ভরপুর ওঁরা,কোনও খামতি নেই।’ বললেন বিগ বি।
সম্প্রতি গুলাবো সিতাবো ছবিতে আয়ুষ্মানের সঙ্গে অভিনয় করেছেন তিনি।