সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড কর্মীসভা কলাপাড়ায় টেকসই বেড়িবাঁধ’র দাবীতে  নির্বাহী প্রকৌশলীর(পাউবো) সাথে ক্ষতিগ্রস্থ পরিবারের বৈঠক মহিপুরে ২টি ট্রলিং বোট ও বেহুন্দী জালসহ ১২ জেলে আটক আগামী নির্বাচনে ধানের শীষ কে বিজয়ী করতে ঐক্যের কোন বিকল্প নেই ।। মেজবাহ উদ্দিন ফরহাদ পটুয়াখালী নয়, বরিশাল পর্যন্ত রেলওয়ের প্ল্যান : এম সাখাওয়াত হোসেন হরিজনদের উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন নির্বাচিত হলে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে – মেজবাহ উদ্দিন ফরহাদ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত মাছধরা ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরন, অগ্নিদগ্ধ- ৩ জেলে কুয়াকাটায় জেলের জালে ৩০ কেজি ওজনের “ট্রেভ্যালি ফিশ” ২৪ হাজারে বিক্রি সাপ্তাহিক ছুটিতে কুয়াকাটা সৈকতে পর্যটকের ঢল মহিপুরে কোস্ট গার্ডের অভিযানে ১টি ট্রলিং বোটসহ ১৪ জেলে আটক চরবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত রাজপথের আন্দোলনে সক্রিয়দের মূল্যায়ন করা হবে ।। নেছার উদ্দিন জাফর বিদ্যালয়ের ভবন নির্মান কাজের অনিয়মের অভিযোগ। কাজ বন্ধ
বরিশালে করোনা আক্রান্ত ১১১৭, মৃত্যু ২৩

বরিশালে করোনা আক্রান্ত ১১১৭, মৃত্যু ২৩

Sharing is caring!

বরিশাল বিভাগের ছয় জেলায় মঙ্গলবার (০৯ জুন) পর্যন্ত মোট ১ হাজার ১১৭ জনের করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এ পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ২১ জনের আর সুস্থ হয়েছেন ৩২১ জন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ছয় জেলায় ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে করোনার সংক্রমণ প্রতিরোধে বিদেশি নাগরিকসহ ভিন্ন জেলা (সংক্রমিত) থেকে আগত ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলমান রয়েছে। গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ছয় জেলায় মোট ১৬ হাজার ৪০৮ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। এর মধ্যে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ১৫ হাজার ১৬৬ জনকে আর ১২ হাজার ৬৯০ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া বর্তমানে বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে (প্রতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে রয়েছেন ১ হাজার ২৪২ জন আর ছাড়পত্র দেওয়া হয়েছে ৯৫৪ জনকে।

এর বাইরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আইসোলেশনে আছেন ৯০২ জন। আর আইসোলেশন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে ৪৩০ জনকে। এছাড়া শেবাচিম হাসপাতালে এ পর্যন্ত আইসোলেশন ও করোনা ওয়ার্ডে মোট ৪৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৩ জন করোনা পজেটিভ রোগী ও বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় ৭০১ জন, পটুয়াখালীতে ৮৩, ভোলায় ৭৪ পিরোজপুরে ৯৪, বরগুনায় ৯৫ ও ঝালকাঠিতে ৭০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে বিভাগটিতে ৩২১ জন করোনা পজেটিভ রোগী সুস্থ হয়েছেন। যাদের এরইমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এছাড়া করোনা আক্রান্ত মৃত্যু ২৩ জনের মধ্যে বরিশাল নগরসহ জেলায় রয়েছেন আট জন, পটুয়াখালীতে ছয় জন, পিরোজপুরে তিন জন, ভোলায় দুই জন, বরগুনায় দুই জন ও ঝালকাঠিতে দুই জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD