সোমবার, ২৮ Jul ২০২৫, ০৮:১০ অপরাহ্ন
বরিশাল জেলায় নতুন করে আরও ৫৯ জন ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৬৭৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। আজ করোনা আক্রান্ত ৪২ জন সুস্থতা লাভ করেছেন। এ জেলায় মোট ১০২ জন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
সোমবার (৮ জুন) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়িা সেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আক্রান্তদের মধ্যে আগৈলঝাড়া উপজেলার ১ জন, বাবুগঞ্জ উপজেলার ১ জন, বাকেরগঞ্জ উপজেলার ১ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১৬ জন সদস্য ও রেঞ্জ ডিআইজি অফিসের ১ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৪ জন নার্স, বেসরকারি হাসপাতালের ২ জন চিকিৎসক, নগরীর চাঁদমারী, রুপাতলি, সদর রোড, মেডিকেল স্টাফ কোয়ার্টার এলাকার ৪ জন করে ১৬ জন, নবগ্রাম রোড এলাকার ৪ জন, মুন্সী গ্যারেজ ও কাউনিয়া এলাকার ২ জন করে ৪ জন, বাংলাবাজার, স্ব-রোড, বগুড়া রোড, বিএম কলেজ রোড, ব্যাপ্টিস্ট মিশন রোড, কালু শাহ সড়ক, আলেকান্দা, কাশিপুর প্রত্যেক এলাকার ১ জন করে ৮ জন ও সদর উপজেলাধীন দূর্গাপুর এলাকার ১ জন ।
বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৫৯ জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাকে লকডাউন করা হয়েছে তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলচ্ছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।