মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন
অনলাইন ডেক্স: গাজীপুরের শ্রীপুর উপজেলার দরগারচালা পশ্চিমপাড়া এলাকায় হৃদয় মিয়া (১২) নামে এক কিশোরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
শনিবার (৬ জুন) দিনগত রাত ২টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
হৃদয় উপজেলার কাওরাইদ ফকিরপাড়া এলাকার সেলিম মিয়ার ছেলে। এ ঘটনায় একই এলাকার সুমন মিয়ার ছেলে ইমন মিয়াকে (১৯) আটক করেছে পুলিশ।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশিষ কুমার দাস জানান, শনিবার (৬ জুন) বিকেল ৩টার দিকে বাড়ি থেকে চাচার অটোরিকশা নিয়ে ঘুরতে বের হয় হৃদয়। এসময় সড়কে অটোমিস্ত্রি ইমন তার অটো থামায়। পরে ব্যাটারি আনার কথা বলে তাকে দরগারচালা পশ্চিমপাড়া এলাকায় একটি জঙ্গলের টেকে নিয়ে যায় ইমন। এসময় গভীর জঙ্গলের ভেতর গলায় গাছের লতা ও রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হৃদয়কে হত্যা করেন তিনি। পরে ওই অটোটি বিক্রি করার চেষ্টা করে ইমন। এসময় মানুষের সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ইমনকে জিজ্ঞাসাবাদ করলে বিষয়টি খুলে বলেন তিনি। পরে পুলিশ দরগারচালা এলাকায় গিয়ে হৃদয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।