বুধবার, ১৪ মে ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন
বরিশালের হিজলা উপজেলায় ট্রলিচাপায় মারুফা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী সমির লতিয়া (৭০)।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে হরিনাথপুর বাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। তারা হিজলার হরিনাথাপুর এলাকার বাসিন্দা।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার জানান, সকালে হরিনাথপুর বাজার সংলগ্ন সড়কে হাঁটতে বের হন তারা। এসময় একটি ট্রলি তাদের চাপা দেয়। এতে গুরুতর আহত হন তারা। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মারুফাকে মৃত ঘোষণা করেন।