বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৫:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জরাজীর্ণ ভবনে প্রাণভয়ে ক্লাস করছে কোমলমতি শিক্ষার্থীরা পূন্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাসপূজা, মেলা চলবে ৫ দিন বরিশালে ভোক্তা অধিকার বিষয়ে সামাজিক সংগঠনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাউফলের এস. এম. জালাল সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত পটুয়াখালীর লোহালিয়ায় বাজার ইজারা নিয়ে দুগ্রুপের সংঘর্ষে চাঞ্চল্য কর হত্যা মামলার আসামী র‌্যাবের হাতে গ্রেপ্তার কুয়াকাটায় এক কোরাল মাছ ২৬ হাজার টাকায় বিক্রি চাকরিতে বহাল ও প্রভিডেন্ট ফান্ডের টাকা পেতে বরিশালে স্মারকলিপি বরিশাল মহানগর জাতীয়তাবাদী ঘাট শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন ভোট দিয়ে বেহেশত পাওয়া গেলে, আমি নির্বাচন না করে বেহেশতে যেতে চাই” ,,,,,,,,,এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শতাধিক আওয়ামী লীগ কর্মী বিএনপিতে যোগদান বরিশালে সংবাদ সম্মেলনের পরে ভুক্তভুগীর বাড়িতে মিছলসহ হামলা, বিএনপির নেতার বিরুদ্ধে অভিযোগ ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কলাপাড়া যুবদলের র‍্যালী ও যুব সমাবেশ চরমোন্তাজের মোজাম্মেল মেম্বারের বিরুদ্ধে মিথ্যা মামলা: গলাচিপায় সংবাদ সম্মেলন আনন্দঘন পরিবেশে আলিপুর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত কলাপাড়ায় কৃষক বাজার গণসংযোগে এনসিপির কেন্দ্রীয় নেতা
বরিশালে যাত্রী মাস্ক না পরলে বাস চালক-হেল্পারকে বহিষ্কারের হুঁশিয়ারী (ভিডিওসহ)

বরিশালে যাত্রী মাস্ক না পরলে বাস চালক-হেল্পারকে বহিষ্কারের হুঁশিয়ারী (ভিডিওসহ)

Sharing is caring!

দীর্ঘ ২ মাস ৭ দিন পর সড়কে যাত্রীবাহী গনপরিবহন চলাচল শুরু হয়েছে। সকাল থেকেই বরিশাল নগরীর নথুল্লাবাদস্থ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার ও অভ্যন্তরীন বাস চলাচল শুরু হয়েছে। এছাড়া রূপাতলী থেকে দক্ষিন-পশ্চিম অঞ্চলের বিভিন্ন রুটে বাস চলাচল শুরু হয়ছে।

সকাল থেকে আভ্যন্তরীন রুটে যাত্রী কিছুটা কম থাকায় স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মানতে তেমন একটি বেগ পেতে হয়নি মালিক ও শ্রমিকদের। তবে বরিশাল থেকে মাওয়া রুটের বাসের যাত্রীদের কাউন্টারের সামনে ভীড় ছিল লক্ষনীয়।কিন্তু শ্রমীকরা তাদের সামাজিক দূরত্ব নিশ্চিত করে দীর্ঘ লাইনে দাড় করিয়ে দেয় এসব যাত্রীদের। এদিকে বাসে যাত্রীদের তোলার ক্ষেত্রে হাতে জীবানুনাশক ও মুখে মাস্কের ব্যবহার নিশ্চিত করা হচ্ছে।

উল্লেখ্য,বাড়তি ভাড়া অনুযায়ী বরিশাল থেকে উজিরপুরের ধামুরার ভাড়া ৪৯ থাকার স্থলে ৭৮ টাকা ৪০ পয়সা হয়েছে।সাতলার ভাড়া ৯০ টাকার স্থলে ১৪৪ টাকা।বরিশাল থেকে হিজলা ট্যাকের ভাড়া ৪০ টাকা ৫০ পয়সাস্থলে ৬৪ টাকা ৮০ পয়সা হয়েছে। বরিশাল থেকে বানারীপাড়ার ভাড়া ৩৫ টাকা ১০ পয়সার স্থলে ৫৬ টাকা ১৬ পয়সা হয়েছে। নেছারাবাদের ভাড়া ৪৮ টাকার স্থলে ৭৬ টাকা ৮০১পয়সা হয়েছে। বরিশাল থেকে আগলৈঝাড়ার পয়সার হাট ৮২ টাকার ভাড়া ১৩১ টাকা ২০ পয়সা করা হয়েছে। বরিশাল থেকে গৌরনদী ভুরঘাটার ৭১ টাকা ৮০ পয়সার ভাড়া ১১৪ টাকা ৮৮ পয়সা করা হয়েছে।

এছাড়া বরিশাল থেকে কাওরাকান্দি যেখানে আগে ২০০ টাকা নেওয়া হয়ে সেখানে এখন ৩২০ টাকা নেওয়া হচ্ছে। বরিশাল থেকে ঢাকা সাকুরা পরিবহনের নন এসির ভাড়া যেখানে ৫১২ টাকা ছিল সেখানে বর্তমানে ৮১৫ টাকা নির্র্ধারন করা হয়েছে। আর একই পরিবহনের এসি গাড়ির যাত্রীপ্রতি ভাড়া ৭০০ টাকার স্থলে ১ হাজার ১০০ টাকা নির্ধারন করা হয়েছে।বরিশাল থেকে কুয়াকাটার ভাড়া ২৪০ টাকার স্থলে ৩৮৫ টাকা করা হয়েছে।এদিকে শ্রমিক নেতা কামাল হোসেন লিটন মোল্লা বলেন, নথুল্লাবাদের বাস কাউন্টারগুলোর সামনে জীবানুনাশক স্প্রের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বাস শ্রমিকদের নিরাপত্তা সরঞ্জামও দেয়া হয়েছে। এছাড়া কোনো যাত্রী মাস্ক ছাড়া বাসে উঠতে পারবেন না বলেও কড়া সতর্কতা দেয়া হয়েছে। আর যদি ওঠে তাহলে বাস চালক ও হেল্পারকে বহিষ্কার করা হবে।

বরিশাল জেলা বাস মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক কিশোর কুমার দে জানান, স্বাস্থ্য বিধি মেনে বাস চলাচল করছে। বাস শ্রমিকদের নিরাপত্তার বিষয়টিও লক্ষ‌্য রাখা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD