বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন
বরিশাল জেলায় আরও ৪০ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩১৯ জনে। এছাড়া গত ২৪ ঘন্টায় কেউ সুস্থতা লাভ করেনি বলেও জানা গেছে।
রোববার রাতে বরিশাল জেলা প্রশাসন মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, আক্রান্তদের মধ্যে বাকেরগঞ্জ উপজেলার ২ জন, বানারীপাড়া উপজেলার ১ জন, মুলাদী উপজেলার ১ জন, বাবুগঞ্জ উপজেলার ১ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ২ জন ইন্টার্ন চিকিৎসক, ৩ জন নার্স ও ২ জন রেজিস্টার সহ ৭ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৬ জন ও জেলা পুলিশের ১ জন, বরিশাল সিটি কর্পোরেশনভুক্ত বাজার রোড এলাকার ৪ জন, সাগরদি এলাকার ৩ জন, নথুল্লাবাদ ও রুপাতলি প্রত্যেক এলাকার ২ জন করে ৪ জন, চকবাজার, সদর রোড, কাঠপট্টি, আমানতগঞ্জ, চরের বাড়ি, নাজির মহল্লা, ভাটিখানা, কাউনিয়া ও পুলিশ লাইন প্রত্যেক এলাকার ১ জন করে ৯ জন ও সদর উপজেলাধীন চর আইচা এলাকার ১ জন সহ মোট ৪০ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছে।
এদিকে রোববার এ জেলায় করোনা থেকে কেউ সুস্থতা লাভ করেনি। ২৬ মে আরোগ্য লাভ করা ০২ জন সহ অদ্যাবধি এ জেলায় মোট ৪৫ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।