সোমবার, ২৮ Jul ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন
বরিশালে গত ২৪ ঘন্টায় ছয় পুলিশ সদস্য সহ আরও ১৪ জনের করোনা পজেটিভ এসেছে। এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২০৮ জনে।
বৃহস্পতিবার রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, আক্রান্তদের মধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৬ সদস্য ও একজন স্টাফ, শের-ই বাংলা মেডিকেল কলেজের একজন নার্স, একজন নার্স সুপারভাইজার, নগরীর সাগরদি ও জিয়া সড়ক এলাকায় একজন করে মোট দুইজন, উজিরপুর, বাকেরগঞ্জ ও গৌরনদী উপজেলার প্রত্যেকটিতে একজন করে মোট তিনজন।
এদিকে বৃহস্পতিবার বরিশালে কেউ সুস্থতা লাভ করেনি।